চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন পূর্ব ভাটিখাইন গ্রামে অবস্থিত সদা জাগ্রত শ্রী শ্রীজ্বালাকুমারী মাতৃ-মন্দির ও শিব মন্দির পরিচালনা পরিষদ ২০২৪-২০২৭ এর উদ্যোগে গত ১৭/০৬/২০২৪ইং তারিখে শিব মন্দির প্রাঙ্গনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বাবু ছোট সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণমনি আচার্য্য এর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন- সভাপতি বাবু ছোটন সরকার, সদ্য বিদায়ী সভাপতি বাবু সমীর দাশ, প্রাক্তন আইন বিষয়ক সম্পদক এড. যীশু কুমার আচার্য্য, রাশু সরকারসহ প্রমূখ। সভায় উভয় মন্দির সুন্দরভাবে পরিচালনা ও উন্নয়নমূলক কার্য সুষ্ঠভাবে সম্পাদনের জন্য অনেকে বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণমনি আচার্য্য একটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণের স্বপক্ষে বক্তব্য পেশ করেন। এছাড়াও অন্যান্য বক্তাগণ স্ব স্ব অবস্থান হতে মন্দিরদ্বয়ের দৈনন্দিন পূজা-অর্চনা সুচারুরূপে পরিচালনাসহ সংগঠনকে আরো গতিশীল করার স্বপক্ষে বক্তব্য রাখেন। পরিশেষে আগামী মিটিং-এ সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি পুর্নগঠনের মত ব্যক্ত করেন।
Leave a Reply