নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের মতো এবছরও রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের “পূর্ব কচুখাইন এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ” নামক একটি সামাজিক, মানবিক সংগঠন এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও সেবামালক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সম্মানিত এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগীতায় রমজানের শুরুতে ১০০ থেকে ১২০ পরিবারের মাঝে গরুর মাংস ও শবে কদরের দিন ২৬ রমজান ২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার এতেক্বাফকারী ও মসজিদের ইমাম, মুয়াজ্জিনগণের মাঝে ঈদসামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও পূর্ব কচুখাইন জামে মসজিদ, কচুখাইন মুহাম্মদীয়া জামে মসজিদ, নোয়াপাড়া কচুখাইন জামে মসজিদ এলাকায়ও এসব কার্যক্রমে উক্ত সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পাশাপাশি গত ৭ রমজান ২০২৫ শনিবার মুহাম্মদীয়া দরবার শরীফের প্রাণপুরুষ পীরে কামেল কুতুবুল আকতাব হযরত শাহসূফি মাওলানা মুহাম্মদ ছাহেব কেবলা ( রহ:)-এর স্মরণে ভ্রাতৃত্ব সম্মেলনে তাহার মাজার শরীফে ফুলেল শ্রদ্বা ও হযরত ছৈয়দ মিয়াজান শাহ ( রহ:) এর মাজারে ফুলেল শ্রদ্বা জ্ঞাপন ও বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়।
Leave a Reply