মোহাম্মদ নাছির উদ্দীন চেয়ারম্যান
ডা. শাখাওয়াত হোসাইন হিরু সদস্য সচিব
'পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ ১৪৩২ বঙ্গাব্দ' এর কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৫ এপ্রিল শনিবার পটিয়া ক্লাব হল রুমে অনুষ্ঠিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে আয়োজিত সভায় সবার সম্মতিক্রমে বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ নাছির উদ্দীনকে চেয়ারম্যান ও ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
সভায় পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ এর উদ্দ্যোগে আগামী ১৪ এপ্রিল, সোমবার, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বড় পরিসরে বর্ণিল "বর্ষবরণ উৎসব" আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই বর্ষবরণ উৎসবে বিভিন্ন সংগঠনের দলীয় পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও কথামালা, মঙ্গল শোভাযাত্রা, সংবর্ধনা প্রদান, বৈশাখী মেলা, নাগরদোলা, কবিগান সহ থাকবে বিভিন্ন আয়োজন।
বর্ষবরণ উৎসবে পটিয়ার সর্বস্থরের জনসাধারণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়।