নেতা মশাই
-মুহাম্মদ লোকমান হাকিম।
দেশটা নিয়ে টানাটানি
নেতা নেতায় দ্বন্দ্ব,
তাদের পিছে ছুটছে কিছু
অথর্ব আর অন্ধ।
ইছা বলে মুছা খাইছে
মুছা বলে ইছা,
কার কথা সত্য মানি
কার কথা মিছা।
নেতা দিনে বলে এক রকম
আর রাতে বলে অন্য,
কথায় কাজে মিল পাই না
তারা মানুষ নাকি বন্য।
আমটি রাখে নিজের ভাগে
কর্মী চুষে আঁটি,
চাল চলনে নেতা মশাই
বড্ড পরিপাটি।