তোষাদ রায়হান:
নারী সংহতি, চট্টগ্রাম জেলা আয়োজিত “গণঅভ্যূত্থান পরবর্তী বাংলাদেশ নারী মুক্তির আকাঙ্ক্ষা ও বাস্তবতা” শীর্ষক একটি মতবিনিময় সভা এনায়েত বাজার মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা ২৪ এর গণঅভ্যূত্থানে সহযোদ্ধা হিসেবে নারীর অংশগ্রহণ, স্বীকৃতির প্রতি অমর্যাদা তথা সার্বিক নিরাপত্তার বিষয়টি আলোচিত হয়।
নারী মুক্তির বিষয়টি শুধুমাত্র নারী কেন্দ্রিক নয়, এর সাথে সাময়িক রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক তথা রাষ্ট্রীয় কাঠামোগত ব্যাস্থার সাথে জড়িত বলে বক্তারা উল্লেখ করেন। নারী ও শ্রমজীবী নারীর শ্রেণি বিন্যাস ও প্রকৃত সংকট কী তা খুঁজে বের করার কথা বলেন।
সভায় ক্রমাগত ধর্ষণ, নিপীড়ন এর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।সভায় বক্তৃতা করেন হাসান মারুফ রুমী-সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলা, সায়মা আলম- যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যাল,রিতু পারভী- পরিবেশ কর্মী, আরিয়া সুলতানা- নারী সংহতি, চট্টগ্রাম,নাসির উদ্দিন তালুকদার- যুগ্ম নির্বাহী সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন, চট্টগ্রাম জেলা, নুরুন্নেছা মুন্নি- আহ্বায়ক, নারী সংহতি চট্টগ্রাম,মোহাম্মদ ইসহাক- চট্টগ্রাম জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক কর্মচারী ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক,শ্রীধাম কুমার শীল- নগর সেক্রেটারি ছাত্র ফেডারেশন, আজাদ- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ছাত্র ফেডারেশন,সুমাইয়া শিমু-শিক্ষার্থী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এতে শিখা রানী, সাধন দত্ত, মো. ফরিদ উদ্দীনসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply