আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
বান্দরবানে'র নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
সভাপতির বক্তব্যে (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,"বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ একসাথে এই উৎসব উদযাপন করে—এটাই আমাদের সমাজের সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক।"
নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।