আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
ফিলিস্তিনে মুসলমানদের উপর গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বাদে আসর উপজেলা চত্বরে নাইক্ষ্যংছড়ি’র তাওহিদি জনতা’র উদ্যোগে ইসরায়েল বিরোধী এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলি হামলা মানবতার বিরুদ্ধে এক নৃশংস অপরাধ।
আমরা ফিলিস্তিনিদের জন্য সংগ্রাম করছি, এবং তাদের পাশে দাঁড়িয়ে ইসরাইলের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বকে দেখাতে হবে যে আমরা নিরপরাধ মুসলমানদের ওপর অন্যায় সহ্য করবো না। ইসরাইলের অপরাধের বিচার চাই। এই বিক্ষোভ শুধু ফিলিস্তিন নয়, বরং বিশ্বের সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের একাত্মতার প্রতীক।
এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নেও তাওহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনে গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
Leave a Reply