নরপশুদের ফাঁসি চাই
- মোঃ শফিকুল ইসলাম
আর কতদিন শুনতে হবে
নারী শিশুর আহাজারি
ধর্ষণ এখন করোনার মত
ভয়ংকর মহামারী।
এভাবে যদি চলতে থাকে
নারীর সম্মান হয় ক্ষুন্ন
আপনার আমার অবহেলায়
মানবতা হবে শুন্য।
আমরা যদি মা বোনদের
মন থেকে ভালোবাসি,
মানুষরূপী নরপশুদের
অবিলম্বে চাই ফাঁসি।
অপরাধী যেন পার পায়না
শপথ করি অদ্য,
নারীর সম্মান রক্ষা করতে
পুরুষরাই দায়বদ্ধ।