বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাঙা আলোয় ভোরের স্নান,
নতুন বছর আনল প্রাণ।
বোয়ালখালী সাজে আজ,
সুরে-ছন্দে বাজে সাজ।
বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব।
সোমবার সকালে উপজেলার দাশের দিঘি সংলগ্ন মাঠে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে শুরু হয় এ উৎসব।
উদ্বোধনী সংগীত পরিবেশনার পর একে একে মঞ্চে আসে দলীয় সংগীত, একক গান, নৃত্য, আবৃত্তি, গীতিনাট্য, মোরগ লড়াই এবং ঐতিহ্যবাহী বলি খেলার মতো আকর্ষণীয় পরিবেশনাগুলো।
ঐতিহ্যবাহী বলিখেলা প্রতিযোগিতায় এবারও জমজমাট লড়াইয়ের সাক্ষী হয়েছে দর্শকরা। শক্তিমত্তা, কৌশল আর দৃঢ় মনোবলের মঞ্চে সিনিয়র ও জুনিয়র—দুই গ্রুপেই ছিল উত্তেজনা চূড়ান্তে।
সিনিয়র গ্রুপে সবুজ বলি তার অভিজ্ঞতা ও দম দেখিয়ে প্রতিপক্ষদের পরাজিত করে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে জুনিয়র গ্রুপে উদ্যমী ও চঞ্চল পারফরম্যান্সে শিপন বলি সকলকে চমকে দিয়ে বিজয়ী হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী মো. শামসুল আলম আলম, অধ্যাপক কানাই দাশ, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, শিক্ষাবিদ সেহাব উদ্দিন সাইফু, শিক্ষক নেতা আমির হোসেন, আবুল বশর, সাংস্কৃতিক কর্মী প্রবীর দাশ পূজন, মো. জসিম উদ্দিন এবং পরিষদের সভাপতি মো. জয়নুল ফারুখ মোরশেদ।
সুদর্শন দাশ ও ইয়াছিন আরাফাতের প্রাণবন্ত সঞ্চালনায়, পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বোয়ালখালী যেন রঙে-আলোয় উদ্ভাসিত হয়ে উঠে নববর্ষের এই দিনে।
নববর্ষ আসুক বারেবারে,
ভালোবাসায় ভরে থাকুক প্রত্যেক প্রহরে।
বোয়ালখালীর মাটিতে, ঐতিহ্যের ঘ্রাণ—
এ উৎসবে জেগে উঠুক মানুষের প্রাণ। এমন প্রত্যাশা সবার।
Leave a Reply