আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
আজ ১৩ মার্চ ২০২৫ খ্রিঃ নগরীর আগ্রাবাদ এলাকার আখতারুজ্জামান সেন্টার, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, লাকী প্লাজা ও সাউথল্যান্ড সেন্টার পরিদর্শন করেন তিনি।
বিভিন্ন মার্কেট ও শপিং মল পরিদর্শনকালে কমিশনার মার্কেটগুলোর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং আগত দর্শনার্থী ও ক্রেতা সাধারনের সাথে কথা বলেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সাথে কথা বলেন। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ক্রেতাসাধারণ পবিত্র রমজান মাস উপলক্ষে সিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান। এসময় তিনি বিভিন্ন মার্কেটে দায়িত্বরত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের
উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হুসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) জনাব নিষ্কৃতি চাকমা সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply