আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
আদ্য ২২. ০২. ২৫ ইং তারিখ রোজ শনিবার সন্ধ্যে চট্টগ্রামস্থ হালিশহর জি ব্লকে মিডিয়াভুক্ত জাতীয় ” দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ” পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিস উদ্বোধন করা হয়।দৈনিক আমার প্রাণের বাংলাদেশ চট্টগ্রাম এর ব্যুরো প্রধান সাংবাদিক আসাদুজ্জামান এর সভাপতিত্বে পত্রিকার সিনিয়র সাংবাদিক আমিনুল হক রিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র পত্রিকার উপদেষ্ঠা ,পিএইচআমিন একাডেমির সাবেক শিক্ষিকা ও বর্তমান পরিচালনা পরিষদের সভাপতি রৌশন আখতার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশ এম্বাসেডর লায়ন ইলিয়াছ সিরাজ, লেখক,সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলাম।
এতে আর ও উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলুল হক মাসুদ, শফিকুর রহমান, মোক্তার হোসেন,চট্টগ্রাম জজ কোটের এ পি পি এড.শেখ সোহেল মাহমুদ রাসেল সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
মোঃ কামরুল ইসলাম বলেন,সরকার আসে সরকার যায় সাংবাদিকদের একটা অংশের আত্মকেন্দ্রিক মনো ভাবের কারনে পুরো সাংবাদিক সমাজ তাদের চাওয়া পাওয়া থেকে দুরে সরে যায় তবে অতি উৎসাহীদের অজ্ঞতা,প্রকৃত শিক্ষার অভাব,বিভিন্ন ধরনের কর্মকান্ড সঠিক বিষয়ে সঠিক ধারনা না থাকা জ্ঞান চর্চা না করা প্রকৃত সত্যকে তুলে ধরার ক্ষেত্রে স্বজনপ্রীতি স্বার্থের বেড়াজালে সত্যের উপর অবজ্ঞা,অবহেলা, সাংবাদিক হিসাবে অহমিকা,অন্যায় পথে নিজের খ্যাতি পাওয়া ও টাকা আয় করার অদম্য প্রচেষ্টার কারনে এই বিভাগ দেশের অন্যান্য বিভাগের মত আজ প্রশ্নবানে জর্জরিত।সাংবাদিকদের মধ্যে অনৈক্য ও সাংবাদিক হত্যাকান্ড নির্যাতন,নিপীড়ন, নানা ধরনের অনিয়ম,স্বার্থের কারনে সাংবাদিকরা তাদের নায্য দাবী আদায়ে বরাবরই ব্যর্থ।তিনি আরও বলেন,প্রতিটি সাধারণ মানুষের জীবনে গণমাধ্যমের সরাসরি প্রভাব রয়েছে, সেহেতু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে।
এছাড়া সংবেদনশীল খবর প্রকাশের ক্ষেত্রে তথ্যদাতার গোপনীয়তা রক্ষা করা ও বাঞ্ছনীয়। তিনি সকলকে ধন্যবাদ জানান। সভাপতি সকলের সুন্দর উপস্থিতির জন্য ধন্যবাদ জানান।
Leave a Reply