বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর পক্ষ থেকে দেশবাসীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী।
১৩ এপ্রিল গণামধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির প্রাণ। এ দিনটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার গর্বের প্রতীক। নতুন বছরের প্রথম প্রহরে আমরা পুরাতন সব গ্লানি, হতাশা ও কষ্ট ভুলে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করি।
এই শুভ দিনে, নারী ও শিশুর অধিকার রক্ষায় আমরা যেন আরও সচেতন, মানবিক ও অগ্রসর হই—সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩২-এর শুভেচ্ছা। নতুন বছর যেন বয়ে আনে সুখ, শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি।
শুভ নববর্ষ!
Leave a Reply