পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তরুণ রাজনীতিবিদ ও ব্যবসায়ী মুহাম্মদ সাঈদ খোকন বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং ঈদ মোবারক।
তিনি বলেন; সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের দীর্ঘ একটি মাসের পরে ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল ফিতর আমাদের মাঝে ফিরে আসে।বর্তমানে আতঙ্ক ও ভয় সর্বগ্রাসী রুপ ধারণ করেছে আমাদের সমাজে। মানুষের জীবন, সহায়-সম্পদ ও নির্বিঘ্নে চলাচলের কোনো নিরাপত্তা নেই। বিদ্যমান পরিস্থিতিতে সকলের পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা কঠিন হবে। একদিকে অধিকারহীন দেশবাসী শ্বাসরুদ্ধকর অবস্থায় দিনযাপন করছে, অন্যদিকে বিত্তবিলাসে মত্ত রয়েছে কতিপয় সুবিধাবাদী গোষ্ঠী। বিরোধী শক্তির ওপর চলছে হামলা- মামলা- গুম-গ্রেফতারের মতো নির্দয় নিপীড়ণ।
এদিকে চাল, ডাল, লবন, তেল, চিনি, পিঁয়াজ, মরিচসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আলোর গতিতে বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষ চরম দুর্ভোগের মুখে। পানি, জ্বালানী তেল, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে জনজীবনে অসহনীয় দুর্দশা বিরাজমান। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে- সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের উৎসব ভাগ করে নিতে হবে এক কাতারে সবাইকে ।
ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই। তিনি দেশবাসীর কাছ থেকে দোয়া এবং ভালোবাসা চেয়েছেন।