পটিয়া প্রতিনিধি:
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চট্টগ্রাম, পটিয়া উপজেলার সম্মানিত উপদেষ্টা, সৎ, নিষ্ঠাবান, সাংগঠনিক ব্যক্তি বাবু কান্তিলাল ভট্টাচার্য্যর একমাত্র পুত্র সন্তান অঙ্কন ভট্টাচার্য দুরারোগ্য বোন ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে ভেলুর সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার চিকিৎসার জন্য ভারতীয় মুদ্রায় ১৬লক্ষ টাকা প্রয়োজন যা বাংলাদেশী মুদ্রায় আরো অনেক বেশি। কান্তিলাল ভট্টাচার্য্য পেশায় একজন এস.আর। ইতিমধ্যে এই চিকিৎসার পেছনে টাকা খরচ করতে করতে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি ভারত থেকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত বাংলাদেশের বিত্তবান মানুষ ও বিভিন্ন সংগঠনের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।এবং তার ছেলের সুস্থতার জন্য কান্তিলাল দেশের মানুষের আশীর্বাদ কামনা করেছেন।ইতিমধ্যে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ,পটিয়া উপজেলা শাখা,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ অনেক সংগঠন কান্তিলালের পক্ষে অনুদান সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
অঙ্গনের চিকিৎসার জন্য অনুদান পাঠাতে যোগাযোগ করুন কান্তিলালের ব্যক্তিগত মোবাইল নম্বরে ০১৮১৯০৭৬৭৫৯ এবং উনার মেঝ ভাইয়ের নাম্বারে ০১৮১৮১৫১৯১৬।উভয় নাম্বারে মোবাইল ব্যাংকিং বিকাশ খোলা রয়েছে।