"তাওবাহ্"
রচনায়ঃ মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব )
তাওবাহ্ মানে ফিরে আসা
লজ্জা তাতে নাই
সেই পাপ আর না করলে
মিটে যাবে দায়।
মানব জীবনে চলার পথে
কত না পাপ হয়
মিথ্যা বলা গীবত করা
হিংসা বিদ্বেষ সবই পাপময়।
নেশায় পাপ পেশায় পাপ
শিরক বিদয়াতে ভরা
নিত্য নতুন কত পাপে
জীবন করেছে সারা।
চুরি ডাকাতি খুন খারাপী
অহরহ ঘটে
ভুলবশত নিন্দনীয় কাজে
কত বদনামই রটে।
কুফরী যাদু তন্ত্র মন্ত্র
হিংস্রতা মারামারি
দুনিয়াতে বহু পাপের
আছে ছড়াছড়ি।
জানা অজানা কত গুনাহ্
দেহে গেছে মিশে
ইহকালে আর পরকালে শাস্তি
হবে যে পাপের বিষে।
হাতে চোখে মুখে পাপ
গায়ে কত লেগেছে ছাপ
পাক পরওয়ার দিবে না তাপ
তাওবাহ্কারী পাবে মাফ।
মাফ কর গো ওহে প্রভূ
মিনতি বারে বার
কবুল কর তাওবাহ্ সবার
যত গুনাহগার।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।