মারজুকা রিফাত দেশের বৃহত্তর দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক সুপরিচালিত চট্টগ্রামের সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা থেকে সদ্য প্রকাশিত মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় GPA 5 সহ গোল্ডেন A + পেয়েছে।
জ্ঞাতব্য যে, সে ২০১৮ সালে অনুষ্ঠিত এবতেদায়ি সমাপনীতে ভালো ফলাফল অর্জন করেছে। তাঁর এ অর্জনে সে মহান আল্লাহ তা'আলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশায়েখ- হযরাতের দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছে। সাথেসাথে জামেয়া মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক-শিক্ষিকামন্ডলী, মা-বাবা, সহপাঠী, আত্মীয় স্বজনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
উল্লেখ্য যে, সে চট্টগ্রাম নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গোল মোহাম্মদ তালুকদার বাড়ির নিবাসী ব্যবসায়ী মুহাম্মদ মঈন উদ্দিন ও হাসিনা আক্তারের বড় কন্যা । ৪ (চার ) ভাই-বোনের মধ্যে সে সবার বড় ।
তাঁর স্বপ্ন সে মাদরাসা শিক্ষায় উচ্চতর পড়াশোনা শেষ করে একজন আদর্শবান শিক্ষক হবে।
এবং যোগ্য আলেমা হয়ে দ্বীন, মাযহাব- মিল্লাত, সুন্নিয়ত, দেশ-জাতির খেদমত করতে ও ধর্মীয় এবং নারী শিক্ষায় অবদান রাখতে চাই। তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সকলের কাছে দোয়া কামনা করছে।
উল্লেখ্য জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা হতে দাখিল পরীক্ষা ২০২৪ সালে মোট ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে 'এ' প্লাস ৪৪ জন, 'এ' ৫০ জন, ' ৩ জন এ মাইনেস অর্জন করেছে।