আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
আজ ২৫শে মার্চ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমের সভাপতিত্বে 'জাতীয় গণহত্যা দিবস' উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, জনাব মোঃ আহসান হাবীব পলাশ, অতিরিক্ত পুলিশ কমিশনার, সিএমপি, মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার, চট্টগ্রাম জেলা পুলিশ, সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (উপসচিব) স্থানীয় সরকার, মোঃ নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোঃ শরীফ উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
উক্ত অনুষ্ঠানের শুরুতেই ভয়াল ২৫শে মার্চ রাতে শহীদদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন ও একরামুল করিম। তাঁরা তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার কথা বলেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি হিসেবে জেলা প্রশাসক জনাব ফরিদা খানম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের ঐক্যবদ্ধ আত্মত্যাগ যেন বৃথা না যায় সেই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।