তোষাদ রায়হান:
জনশক্তি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, বিকেটিটিসি, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাহী কমিটির সাধারণ সভা প্রকৌশলী কাজী মোঃ ইলইয়াস এর সভাপতিত্বে বিকেটিটিসির, চট্টগ্রাম এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন। সভার সর্বসম্মতিক্রমে কাজী মোঃ ইলইয়াস কে সভাপতি,সৈয়দ আবু কাউছার কে সাধারণ সম্পাদক এবং ফোরকান আহম্মদ কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।এতে জনাব মোঃ আবুল হাশেম কে সহ-সভাপতি,জনাব মুহম্মদ আব্দুল কুদ্দুছ কে সহ সাধারণ সম্পাদক, জনাব ইমরান চৌধুরী কে সহ সাংগঠনিক সম্পাদক, জনাব মোঃ খলিলুর রহমান কে অর্থসম্পাদক,জনাব দেবধন বড়ুয়া কে দপ্তর ও প্রচার সম্পাদক, জনাব তহমিনা ফেরদৌস কে মহিলা বিষয়ক সম্পাদক, জনাব রিপ্রু চাই মারমা কে নির্বাহী সদস্য,ও জনাব জয়া দে কে নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত করা হয়।
Leave a Reply