একলা একটি মেয়ে
-তাসলিমা সুলতানা
একলা একটি মেয়ে,
হেঁটে যায় একলা পথে,
নেই তার কোন ভয়,
সে সাহসে রয়,
সে নিজেকে কয়-
ভয় পেয়ো না,আসবে যত বাঁধা,
পারব সরাতে এসব শত কাঁদা,
কাঁদা সরিয়ে হাঁটব আমি একা,
জীবনে পেয়েছি অনেক দুখের দেখা,
আর চাইনা তাদের মত সাথী,
যাদের কারণে হয়েছে অনেক ক্ষতি,
কেটে যাবে এই দুঃখের দিন,
প্রার্থনা করি আসিবে সুদিন,
সেই সুখের ক্ষণ,মিলিবে যখন,
খুশিতে আত্মহারা হয়ে বলিব তখন,
জীবন গড়তে হলে সফলময়,
লাগে সাহস আর কঠোর অধ্যাবসায়।
তাসলিমা সুলতানা,(৬ষ্ট শ্রেণী),
পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়,চট্টগ্রাম।