প্রেস বিজ্ঞপ্তিঃ
২৯ মার্চ চাটগাঁ ভাষা পরিষদ কার্যালয়ে পরিষদের উপ-কমিটি গঠন ও নিয়মিত সভাসহ বিষয়ভিত্তিক মতবিনিময় সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইতিমধ্যে গঠিত ১১ টি উপ কমিটি গঠনের ক্ষেত্রে পুনরায় মতামত গ্রহন (বিশেষ করে আহ্বায়ক ও সদস্য সচিব সংক্রান্ত) ও ঈদের পর হতে উপ কমিটি সমূহের নিয়মিত সভা আয়োজনের জন্য পরিষদের যুগ্ম সম্পাদক মুহাম্মদ তসলিম উদ্দীন দায়িত্ব পালন এবং বিভিন্ন ইস্যুভিত্তিক মতবিনিময় সভা আয়োজনের জন্য গবেষক মুহাম্মদ রেজাউল করিম দায়িত্ব পালন করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও আনোয়ারার অধিবাসী ও ইউকে নাগরিক আইটি কনসালটেন্ট মি. তানভীর খানের সাথে ভাষা পরিষদের ভিশন, মিশন, লক্ষ্য ও উদ্দেশ্য এবং দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন: সর্বজনাব- ইউকে নাগরিক তানভির খান, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ইকবাল হায়দার, গবেষক ড. শ্যামল কান্তি দত্ত, লেখক শাকিল আহমেদ, বিশিষ্ট সাবেক ব্যাংকার এম. রৌশনগীর, গবেষক তসলীম মুহাম্মদ, গবেষক রেজাউল করিম, লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লেখক রেবা বড়ুয়া, উন্নয়ন কর্মী সরোজ কান্তি দাশ, ডেমোক্রেটিক ফোরামের নুর মোহাম্মদ ও আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন চৌধুরী।
Leave a Reply