আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
আজ ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নবগঠিত ‘চট্টগ্রাম ফাউন্ডেশন’ এর শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জনাব মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চট্টগ্রাম এর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানমসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকবৃন্দ, উপপরিচালক ( স্থানীয় সরকার,চট্টগ্রাম জেলা) জনাব মোঃ নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) জনাব এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, কর্ণফুলী জনাব মাসুমা জান্নাতসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, চট্টগ্রাম ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক ফাউন্ডেশন। অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বৃত্তি প্রদান, স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সহায়তা প্রদান, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে পৃষ্ঠপোষকতা প্রদান, মানবসম্পদ উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান, সাংস্কৃতিক চর্চা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন বার্ষিক প্রতিযোগিতার আয়োজন ইত্যাদি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ক্লাবটি যাত্রা শুরু করছে।
Leave a Reply