নিজস্ব প্রতিবেদক :
গাজায় গণহত্যার প্রতিবাদে শিশু অধিকার বিষয়ক সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্যাভক'র উদ্যোগে ৭ এপ্রিল ২০২৫ (সোমবার ) বিকাল ৩.৩০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
স্যাভক'র চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে ও ডাইরেক্টর আবু নোমান মোঃ হাফিজুল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অতিির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ড.মুহাম্মদ কামাল উদ্দিন । প্রধান বক্তার বক্তব্য রাখেন ইন্জিনিয়ার মিয়া মোঃ তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা এম সোলাইমান কাসেমী, আলহাজ্ব এস এম আজিজ, এডভোকেট শওকত হোসেন এরশাদ, এডভোকেট গিয়াস উদ্দিন, স্যাভক চট্টগ্রাম লিগ্যাল উইং কনভেনর এডভোকেট সাইফুদ্দীন, এডভোকেট মাহবুব রহমান প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘গাজায় পৃথিবীর নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হচ্ছে।পৃথিবীর কোন যুদ্ধ নীতিতে শিশু, অসহায় নারী, বৃদ্ধদের উপর হামলা করার নিয়ম নেই। পৃথিবীর এই সকল নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজ বিশ্ব বিবেক, জাতিসংঘ, আরব লীগ, ওআইসি এবং সর্বোপরি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা এই গণহত্যার দৃশ্য বসে বসে দেখছে যা অত্যন্ত হৃদয় বিদারক ও লজ্জাজনক। ’ এ সময় গাজায় চালানো গণহত্যা বন্ধে বিশ্ব রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানানো হয়।