নয়ন হাসান আবিদ :
“যৌতুক প্রথা নিপাত যাক,সকল নারী মুক্তি পাক ” আর না যাক কোনো প্রাণ,যৌতুকের হোক অবসান এই স্লোগান কে ধারণ করে প্রতিষ্ঠিত হওয়া যৌতুক ও কুসংস্কার বিরোধী সামাজিক সংগঠন মহুয়া ফাউন্ডেশন এর সাম্প্রতিক কার্যক্রম পটিয়াসহ চট্রগ্রামে ব্যাপক সাড়া ফেলেছে।শুরু থেকেই সংগঠন টি যৌতুক সহ অন্যান্য সামাজিক কুসংস্কার থেকে মুক্ত করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির কাজ চালাচ্ছে।এই উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক সেমিনার ও রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সচেতন করা সহ নানাবিধ কার্যক্রম চালাচ্ছেন তারা।এইসব বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ বলেন” যৌতুক ও অন্যান্য সামাজিক কুসংস্কার প্রতিরোধে আমাদের ফাউন্ডেশনের দীর্ঘ পরিকল্পনা রয়েছে।সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি”।ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে যথেষ্ট জনসর্মথন পাচ্ছেন বলে জানান তিনি।এই জনসর্মথন উক্ত ফাউন্ডেশন কে আরো এগিয়ে যাওয়ার চালিকাশক্তি হিসাবে কাজ করবে বলে মনে করেন তিনি।ফাউন্ডেশন সাধারণ সম্পাদক তোষাদ রায়হান জানান,তাদের এই ফাউন্ডেশনের সাথে যুক্ত সকল সদস্যরা যৌতুক ছাড়াই বিয়ে করার ঘোষণা দেন।মহুয়া ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে প্রত্যেক পরিবার একেকটা যৌতুক ও কুসংস্কার এর বিরুদ্ধে দুর্গ হয়ে উঠবে, এই আশা ব্যক্ত করেন তিনি।মহুয়া ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে যৌতুক ছাড়াই বিয়ের পিড়ীতে বসছেন ফাউন্ডেশনের কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার ফরহাদ।এর কারণ জানতে চাইলে ফরহাদ জানান- যুগে যুগে যৌতুক যেভাবে চলে এসেছে,এবার এর লাগাম টেনে দেওয়ার জন্য এবং যৌতুক বিরোধী সংগঠন মহুয়া ফাউন্ডেশন যে কার্যক্রম চালাচ্ছে,সেই আন্দোলনের একজন অংশীদার হিসাবে আমি যৌতুক ছাড়াই ইসলামি শরীয়তসম্মতভাবেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার পরিবারের প্রত্যেকে যৌতুক ও সামাজিক সব কুসংস্কার দুরীকরণে কাজ করে যাব।
Leave a Reply