আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
২৭.০২.২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম মহানগরীর পশ্চিম খুলশীতে অবস্থিত খুলশী চাইল্ড গ্রামার কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন সম্পন্ন হয়।খুলশী জালালাবাদ হাউজিং সোসাইটি সংলগ্ন শৈল্পিক গলি মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।বিদ্যালয়ের অধ্যক্ষা লু্বনা হুমায়ুন সুমির সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালক লায়ন মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সচিব লেখক ও গণমাধ্যমকর্মী মোঃ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ডি আই এম,জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ সভাপতি এম এ মতিন, আশার আলো মানবিক ফাউন্ডেশন সভাপতি মহিউদ্দিন মোঃ আলমগীর। এতে আরো এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ কামরুল ইসলাম তার বক্তব্যে বলেন,স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি ছাত্র ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের মান উন্নয়ন সহ নানা শিক্ষা মুলক কাজে চট্টগ্রামে ইতিমধ্যে সফলতার সাক্ষর রেখেছে।
তিনি আর ও বলেন, সাহিত্য, সংস্কৃতি হচ্ছে মানব চরিত্রের এক একটি প্রতিচ্ছবি।বর্তমানে দেশের বিভিন্ন বিদ্যালয়ে তার নিজস্ব মাঠ না থাকায় বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা না থাকায় খেলা ধুলা,নাচ,গান,বিতর্ক প্রতিযোগীতা নেই বললেই চলে। তথ্য প্রযুক্তির এই যুগে সবাই মোবাইল নির্ভর হওয়া সংস্কৃতি চর্চা হতে আজ সবাই দিন দিন দুরে সরে যাচ্ছে যার ফলে সমাজে নানা অবক্ষয় ও সমস্যা সৃষ্টি হচ্ছে।
তিনি খেলাধুলা,নাচ,গান,বিতর্ক প্রতিযোগিতা সহ নানা সাংস্কৃতিক কর্মকান্ডে সকল ছাত্রছাত্রীর দের অংশ গ্রহনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে সকলঅভিভাবক,শিক্ষক শিক্ষিকা সহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন ও সকল কে ধন্যবাদ জানান। ভাষার এই মাসে সকল ভাষা শহীদদের স্মরন করে তিনি আর ও বলেন,দেশপ্রেমিক মানুষের অদম্য ভালবাসায় একবুক তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে মোবাইল আসক্ত না হয়ে, মাদক মুক্ত হয়ে সৃজনশীল কর্মকান্ডের দিকে মনোযোগী হতে হবে, বই পড়া ও খেলা ধুলার উপর জোর তৎপরতা অব্যাহত রাখতে হবে।
পরিশেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সভাপতি সুন্দর, সার্থক আয়োজনে সকলের সার্বিক সহযোগিতা জন্য সকলকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply