মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
হযরত খাজা শাহ্ নূর দরবেশ মৌলা (রহ.)'র ১৪ জিলক্বদ চন্দ্রবার্ষিকী ওফাত শরীফ উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফ-এ খাইমাতুর রুফাইদা (রা.) রজা নূরীয়া ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আশেকানে পাক পঞ্জেতন রজা নূরীয়া সূন্নীয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সকাল থেকে শুরু হওয়া বিকাল পর্যন্ত নগরীর নাসিরাবাদ এলাকায় চলে ফ্রি মেডিকেল ক্যাম্প। এসময় পাঁচ শতাধিক অসহায় দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও সাউদার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের স্বনামধন্য চিকিৎসকগণ।
এতে সভাপতিত্ব করেন অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন শায়েখ মাওলানা মীর মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কুরাইশী (মা:জি:আ:)। এসময় শাহজাদা মিরু, শাহজাদা খাইরুল বশর ছিদ্দিকী ফয়ছাল, শাহজাদা সাহিলুর রশিদ সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সূফি গবেষক সাংবাদিক, লেখক গবেষক ও দরবারের ভক্ত মুরিদগন উপস্থিত ছিলেন।