"খাজা মাঈনুদ্দীন চিশতী (রহঃ)"
-মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
ভারতে আসলেন
ইসলাম প্রচারে মহাবীর
কালিমার দাওয়াত দিতে
উঁচু করি শির।
ভবিষ্যত বাণী দিলেন
আব্দুল কাদের জিলানী(রহ:)
খিলাফত দান করলেন
পীরে ওসমান হারুনী(রহ:)।
সুলতানুল হিন্দ তিনি
আওলাদে রাসূল(সাঃ)
গরীবে নেওয়াজ তিনি
বান্দায়ে মকবুল।
খাজায়ে খাজেগান তিনি
শাহান শাহ্ আজমীর
আতা-ই রাসূল তিনি
চিশতীয়া তরীকার পীর।
আযানের ধ্বনি শুনে
কাঁপলো আজমীর
'আল্লাহু আকবর' ধ্বনিতে
নত পৌত্তলিকের শির।
আনা সাগরের পানি নিতে
হিন্দুরা করল অবরোধ
কারামত দেখিয়ে খাজা
নিল তার প্রতিশোধ।
আনা সাগরের পানি ভক্তে
নিল ঘটিতে ভরে
জলকষ্টে পৌত্তলিকরা
মহা বিপদে পড়ে।
অজয় পাল মুরিদ হয়ে
মূর্তিপূজা দিল ছেড়ে
দীক্ষা নিল ইসলাম ধর্মে
খাজার হাত ধরে।
ক্ষমা চাইতে আসলো সবে
খাজার পদতলে
খাজার দোয়ায় আনা সাগর
পুনরায় ভরল জলে।
কারামতের অপূর্ব মহিমায়
তৃপ্ত হল সবে
অভূতপূর্ব সাফল্য খাজার
চিরকাল মর্যাদা পাবে।
হাজার হাজার মূর্তিপূজক
মূর্তিপূজা ছেড়ে
আশ্রয় নিল ছায়াতলে
ইসলাম কবুল করে।
পৃথ্বিরাজের শানিত তলোয়ার
আর অত্যাচারের বাহুবল
ইসলামের সত্য ঝান্ডার নীচে
হয়েছে পদতল।
৬-ই রজব আল্লাহর মহান ওলী
ছাড়লেন ইহধাম
ভারতবর্ষে স্বর্ণাক্ষরে
লেখা থাকবে তাঁর নাম।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদ পুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।