মোহাম্মদ জাবেদঃ
দেশে ইউনুস শাসনের বিরুদ্ধে কানাডার পার্লামেন্ট ভবনের সামনে GA3VH-এর প্রতিবাদ কর্মসূচি গত ৮ এপ্রিল ২০২৫ অনুষ্টিত হয়।
গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি (GA3VH), মন্ট্রিয়ালভিত্তিক একটি মানবাধিকার সংগঠন, বাংলাদেশে ইউনুস শাসনের অধীনে চলমান নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা তৈরিই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।
সংগঠনটি সংখ্যালঘু বিশেষ করে হিন্দু নারীদের উপর গ্যাং রেপ, শিশুদের নির্যাতন এবং আইনশৃঙ্খলার চরম অবনতির বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়।
প্রতিবাদকারীরা জানান, দেশে প্রতিদিনই ডাকাতি, সন্ত্রাসী হামলা ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর হামলার ঘটনা ঘটছে।
GA3VH চেয়ারপার্সন ইশরাত আলম এক জোরালো বক্তব্যে ড. মুহাম্মদ ইউনুসের অবিলম্বে পদত্যাগ দাবি করেন।
তিনি বলেন, “জামায়াতের সাথে তার ফ্যাসিবাদী জোট গণতন্ত্রের জন্য হুমকি। তিনি বাংলাদেশের নাগরিকদের ব্যর্থতার মুখে ঠেলে দিয়েছেন।”
সংগঠনটি একটি দায়বদ্ধ, সকলের অংশগ্রহণমূলক সরকার এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানায়।
এই প্রতিবাদ কর্মসূচিতে GA3VH-এর অন্যান্য নেতৃবৃন্দ—সেক্রেটারি রূপা বড়ুয়া, জয়েন্ট সেক্রেটারি সাফওয়ানুল করিম, এবং কালচারাল সেক্রেটারি উপস্থিত ছিলেন।
মানবাধিকার বিষয়ক বিশিষ্ট জুরিষট , বাংলাদেশ বিশেষজ্ঞ উইলিয়াম স্লোন একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে যোগ দেন।
মন্ট্রিয়ালের অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতারাও এই প্রতিবাদে অংশ নেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোঃ মহিবুর রহমান সভাপতি কানাডা আওয়ামিলীগ, ইতরাদ জুবেরী সেলিম, যুগ্ম সম্পাদক কানাডা আওয়ামিলীগ, মুন্সি বশির সভাপতি কুইব্যক আওয়ামীনীগ,মাইনুল ইসলাম সাধারণ সম্পাদক কুইব্যক আওয়ামীলীগ , অনটারিও আওয়ামী লীগ বেঙ্গলি কমিউনিটি সার্ভিস সেন্টার কানাডা ,সকলেই ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।
গ্লোবাল এলাইয়েনস দুই প্রধান দল লিবারেল এবং কনজারভেটিভ পার্টির ইমেইলে মেমোরানডাম সাবমিট করে।
Leave a Reply