বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে কর্ণফুলী নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
অভিযান চলাকালে কর্তৃপক্ষ ২টি বেহুন্দি জাল, প্রায় ৩০০০ মিটার কারেন্ট জাল এবং ২টি বৃহদাকার চরঘেরা জাল জব্দ করে। পরবর্তীতে এসব নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমার নেতৃত্বে পরিচালিত এ অভিযান পরিচালনায় সহযোগিতা করে স্থানীয় মৎস্য দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, নদী ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী বেহুন্দি জাল, কারেন্ট জাল এবং বৃহদাকার চরঘেরা জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Leave a Reply