"এসো হে রমজান"
রচনায়ঃ মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)
রজবে ইবাদত দ্বারা বীজ করিলে বপন
শা'বানের ইবাদতে তাহা হইবে জাগরণ,
রমজানের রোজায় বান্দা-যদি সচেষ্ট হন
আমলনামায় উঠিবে তখন অধিক ফলন।
মাহে রমজানে প্রভূ- রহমত করিবেন দান
বান্দায় করিবে সদায় তব রবের গুণগান,
চাহিবে সবাই মাগফিরাত পাইতে নাজাত
হইতে সুন্দর ধরায় পূণ্যবান মুসলমান।
হে সৃষ্টিকর্তা আল্লাহ্ আপনি অতি দয়াবান
পালনে কভু সিয়াম- রাখিবেন সুস্বাস্থ্যবান,
সংযম সাধনায় হালাল রুজি করিবেন দান
ক্বাল্বজারি-দীলজিন্দা রাখিবেন হে সুমহান।
কপটতা আর দীলে আছে- যত হিংস্র তাপ
অহংকার গ্লানি দূর করিতে চাহিব সবাই মাফ,
মরার আগে হইতে পারি যেন সকলে নিষ্পাপ
পাড়ি দিতে পারি যেন পরকালের সব ধাপ।
কবরবাসীদের রূহাত্মা থাকিবে তখন তাজা
শিকলে বাঁধা থাকিয়া- শয়তান পাইবে সাজা।
ইবাদতে মগ্ন থাকিয়া বান্দায় পাইবে মজা
সাধনার বলে মু'মিনের দীল হইবে তরতাজা।
সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ
মোজাদ্দেদপুর,জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।