ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫:
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন-এর বনানী থানা শাখার উদ্যোগে আজ মহাখালিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গরমের তীব্রতা বৃদ্ধির কারণে অসুস্থতার হার বেড়ে যাওয়ায়, সাধারণ মানুষের সহায়তায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, প্রখর রোদ ও তাপদাহের কারণে কর্মজীবী মানুষসহ পথচারীদের মাঝে পানিশূন্যতা দেখা দিচ্ছে। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
উক্ত আয়োজনে স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এই ব্যতিক্রমী আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, বনানী শাখা কমিটির সভাপতি সৈয়দ আহমেদ শান্ত, মহানগর উত্তর সদস্য, আবু জাফর দেওয়ান, বনানী কমিটির সহ সভাপতি মোঃ ফারুক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জমির, সদস্য মোঃ আজিম।
Leave a Reply