পবিত্র রমজান মাসে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে ইফতার বিতরণের। ১৫ মার্চ ২০২৫ মহাখালিস্থ সাত তলা বস্তির নিন্ম আয়ের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বনানী শাখর সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানার সঞ্চালনায় ও সভাপতি সৈয়দ আহমেদ শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ তালহা রহমান, বিশেষ
আলোচক ছিলেন,তরুন উদ্যোক্তা মুক্তার সরদার, বনানী শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের সদস্যরা।
ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন – “আমাদের উদ্দেশ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষদের রমজানের আনন্দ ভাগ করে দেওয়া। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ সময় ৫ শতাধিক মানুষের মাঝে ইফতার প্রদান করা হয়।
এই সময় স্থানীয় বাসিন্দারাও এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন রমজান মাসে এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক।
Leave a Reply