২৬ মার্চ (বুধবার) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা -৩ এর উদ্যোগে চট্টগ্রাম জিইসির মোড় হোটেল নাবা ইন এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ আরিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে নাসিম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজি পিএনপি এপেক্সিয়ান রেজুওয়ান শাহিদী, আইপিএনএসডি এপে মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, পি এন এস ডি এপেক্সিয়ান এস কে দত্ত অনুপ, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে মোঃ লিয়াকত আলী, অতীত জেলা গভর্নর ও পিএনএডি মোঃ মুসলেম উদ্দিন, উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চিটাগাং এর অতীত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মহসিন, এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপে. মোঃ আলমগীর আলম, এপেক্স ক্লাব অব বার আউলিয়ার প্রেসিডেন্ট এপে. রানা দাস, এপেক্স ক্লাব অব বান্দরবানের অতীত সভাপতি এপে মোঃ মোজাম্মেল হক , এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার প্রেসিডেন্ট এপে পারভিন আক্তার শেলী, এপেক্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের প্রেসিডেন্ট এপে মোঃ আবু তাহের এপেক্স ক্লাব অব সাঙ্গুর প্রেসিডেন্ট এপে বির লাল তঞ্চঙ্গা, এপেক্স ক্লাব অব বার আউলিয়া অতীত সভাপতি এপে মোঃ আনোয়ারুল কাদের চৌধুরী, এপেক্স ক্লাব অব চিটাগং এর অতীত সভাপতি এপে মোঃ মহিউদ্দিন চৌধুরী জিকু, এপেক্স ক্লাব অফ পতেঙ্গার অতীত সভাপতি এপে মোঃ জাহিদুল ইসলাম তুষার প্রমুখ।