আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার ৯৯ তম ডিনার মিটিং অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ মার্চ শুক্রবার পটিয়া খুশবো ডাইন রেস্টুরেন্টে এ ক্লাব প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি এন্ড ডিএনই এপে: মোরশেদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপে: সৈয়দ মিয়া হাসান।
এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এনইএস এপে: লিয়াকত আলী,পটিয়া ক্লাবের অতীত জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপে: আবু সাঈদ তালুকদার খোকন, ট্রেজেরার এপে: মোরশেদুর রেজা সবুজ,সার্জন এট আর্মস এপে: এস এম আবু হেনা মেম্বার বেলাল চৌধুরী, আবদুর রহিম প্রমুখ।
এতে বক্তারা বলেন এপেক্স ক্লাব অব পটিয়া মাহে রমজানে যে ধারাবাহিক সার্ভিস পরিচালনা করেছে তার সকল বোর্ড ও মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচীর সমাপ্তি ঈদের আগের দিন ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ন্যাশনাল এনভিপি এপে: নাসিম আহমেদ এবং ডিস্ট্রিক্ট ৩ এর সেক্রেটারি এপে: আরিফ খান ভার্চুয়ালী যুক্ত হন এবং সার্ভিস কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply