প্রেস বিজ্ঞপ্তিঃ
শুক্রবার (৭ মার্চ) এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে মাসব্যাপী কোরআন শরিফ উপহার বিতরন কর্মসূচীর অংশ হিসেবে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়া জামে মসজিদ, রেলওয়ে স্টেশন রোড জামে মসজিদে পবিত্র কোরআন শরিফ উপহার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপে: আলমগীর আলম, ফেলোশিপ অ্যান্ড পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর ও মাসব্যাপী কোরআন শরীফ বিতরণ কর্মসূচির সদস্য সচিব এপে: আবদুর রহিম খন্দকার মেম্বার এপে:নাফিজ করিম চৌধুরী, মেম্বার এপে: এস এম আবু হেনা। পরে এপেক্স ক্লাবের সকলের জন্য বিশেষ দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply