মোঃ বজলুর রহমান, কক্সবাজার ( ঈদগাঁও)
কক্সবাজার জেলা, ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শারমিন সুলতানা, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান,উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম,জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনর রশিদ,যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস,রাশেদুল হাসান,ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও আজিজুল হক রুবেল। এছাড়াও অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং উপজেলার নানা শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
বৈশাখের রঙে রঙিন হয়ে ওঠে প্রকৃতি, সঙ্গে সঙ্গে জেগে ওঠে বাঙালির প্রাণ। এবারের পহেলা বৈশাখ এসেছে নতুন আশা ও সম্ভাবনার বার্তা নিয়ে। ক্যালেন্ডারের পাতা উল্টে শুধু নতুন বছর নয়, বরং এটি একটি নতুন সময়ের সূচনা। স্বৈরশাসকের পতনের পর দেশের মানুষ স্বপ্ন দেখছে একটি আলোকিত ভবিষ্যতের।
ঈদগাঁও উপজেলা প্রশাসন কতৃক বর্ণাঢ্য আয়োজনে ছিল, শোভাযাত্রা, ঐতিহ্যবাহী ব্রান্ড পার্টি, গোড়ার গাড়ি, পিঠা বিতরণসহ নানান সাংস্কৃতিক কর্মসূচি। বৈশাখী উৎসব ছিল প্রাণবন্ত ও বর্ণিল, যা উৎসবে রূপ নেয় এক অভিন্ন মিলনমেলায়।