মোহাম্মাদ আলবিন, আনোয়ারা প্রতিনিধিঃ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ মার্চ) বিকেল ৩টা থেকে উপজেলার টানেল সংযোগ সড়কের মোড় থেকে দুইটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিটি মিছিল টানেল মোড় থেকে শুরু হয়ে কালাবিবির দিঘির মোড় প্রদক্ষিণ করে টানেল সড়কে এসে শেষ হয়।
এসময় আনোয়ারার সর্বস্থরের জনসাধারণের ব্যানারে এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে অনুষ্ঠিত হওয়া এসব মিছিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা আজ মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেল সেই মানবতা, কোথায় গেল নৈতিকতা!
এসময় বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘সেভ প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। এবং ফিলিস্তিনের নিহত শিশুদের প্রতিকৃত তুলে ধরেন।
Leave a Reply