প্রেস বিজ্ঞপ্তিঃ
ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম জেলার উদ্যোগে আজ ২৬ মার্চ বুধবার স্থানীয় হোটেল নাভা ইন এ মহান স্বাধীনতা দিবস উদযাপন ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি জাফর ইকবাল এর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মনির উদ্দিন। এই সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এড. আকতার হোসেন,সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার ফারুক হোসেন, অর্থ সম্পাদক আবদুস শহীদ, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক প্রফেসর অরুপ বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা বেগম, দপ্তর সম্পাদক শওকত আলী, মো. আবদুর রহমান, আবুল কালাম আজাদ, মনজুর আলম, সাংবাদিক রোজী চৌধুরী, হাজী শহিদুর রহমান খোকন সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।