মোহাম্মদ আলবিন চট্টগ্রাম আনোয়ারাঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এবার ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় মোট ৫ হাজার ২০৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
যেখানে রয়েছে,স্কুল শিক্ষার্থী ৪৩০০জন,মাদরাসা শিক্ষা বোর্ডের ৬৮৩ জন,কারিগরি বোর্ডের ২২২ জনসহ সর্বমোট ৫২০৫ জন শিক্ষার্থী।
কেন্দ্রগুলো হলো :আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র,বটতলী এস,এম আউলিয়া উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষা কেন্দ্র,বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র এসএসসি পরীক্ষা কেন্দ্র,আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র,বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়
এসএসসি পরীক্ষা কেন্দ্র এবং পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদ্রাসা দাখিল পরীক্ষার কেন্দ্র।
ছয়টি পরীক্ষা কেন্দ্রগুলোতে হল সুপার ও সহকারি কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করার জন্য আনোয়ারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষসহ ১৪ জনকে দায়িত্ব দেওয়া হয় বলে জানা যায়।
উল্লেখ্য যে : এবার ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী।এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ মে। এবং মাদরাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
Leave a Reply