অবৈধ টাকা
তোষাদ রায়হান
ভালো কাজও ও ম্লান হয়ে যায়
যদি পকেট থাকে ফাঁকা
এই দুনিয়ায় অর্থই যেন সব
সবাই চায় শুধু টাকা আর টাকা
টাকা থাকলে মাদক কারবারিও
লাগায় সমাজসেবক ট্যাগ
কত মানুষ জুটে যায় পিছে
বইতে তার জিনিসপত্রের ব্যাগ
অবৈধ টাকা মসজিদে দিলে
মারহাবা ধ্বনিতে কেঁপে উঠে মসজিদ
কেউ খুঁজে না তার টাকার উৎস
সবার মুখে তখন দানকৃত টাকার গীত
কালো টাকায় তারা কিনে নেয় পদ-পদবি
তাইতো সবদিকেই থাকে ভয়
টাকার জোরেই অযোগ্যরা না হোক মূল্যায়িত
হয়ে যাক অবৈধ টাকার ক্ষয়।
Leave a Reply